ললিত মোহন, পাঠশালা মূল উদ্দেশ্য হলো শিক্ষা ও সাক্ষরতা প্রচারাভিযান যা অনিয়মিত ও দুর্বল শিক্ষার্থীদের মনোযোগ কেন্দ্রীভূত করে প্রাথমিক বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। দরিদ্র পরিস্থিতির সম্মুখীন হয়ে স্থানীয় অবহেলিত শিশুদের প্রতিভাশীল শিক্ষাদান করাটাই এই প্রতিষ্ঠানের তীব্র প্রচেষ্টা।
শিক্ষিত শিক্ষকদের দ্বারা নিয়মিত শিক্ষাদান করে শিশুদের অগ্রগতির পথে উৎসাহিত করাই এই ননীগোপাল বন্দোপাধ্যায় মেমোরিয়ালের আরেকটি সংগঠন ললিত মোহন পাঠশালা কঠোর পরিশ্রমের প্রতিশ্রুতি নিচ্ছে। বিনামূল্যে অক্ষর পরিচিতি থেকে শুরু করে, বিভিন্ন সংস্কৃতি কার্যকলাপ এর মাধ্যমে শিক্ষার্থীদের পঠনের দায়িত্ব নিচ্ছে। যা শিক্ষার প্রতি আগ্রহের পরিবর্তন নিয়ে আসে ,তার ফলস্বরূপ সময়ের সাথে সাথে নিয়ম ও অধ্যাবসায় দ্বারা উল্লেখযোগ্য উন্নতি দেখাতে সক্ষম হয়।
২০১৮ সালের মাঝামাঝি থেকে শুরু করা এই পাঠশালার অংশ বিশেষ শিক্ষার আলো জ্বালিয়ে ফেলার প্রমাণ রাখে। বহু শিক্ষার্থীর সমাবেশ এই পাঠশালাটির আদর্শকে আরো দৃঢ় ও প্রভাবশীল করে তুলছে দিনের পর দিন।
“চলে এসো, পড়ি ও পড়াই”–এই মুখবন্ধে বিশ্বাসী বন্দ্যোপাধ্যায় পরিবারের কিছু পরিবারগণ তাদের অব্যর্থ প্রচেষ্টায় তুলে ধরে রেখেছে এই পাঠশালার নীতি ও নৈতিকতাকে। ওরা বড় হোক ,আরো আরো ভালো থাকুক, আশাবাদী এই সংগঠনের মূল উদ্দেশ্য। উৎসাহিত বাচ্চারা পারিপার্শিক পরিস্থিতির সামনা করে এগিয়ে আসুক এটাই এই সংস্থার একমাত্র দাবি।