শ্রীমতী বন্দনা মুখার্জি হলেন এন জি বি এম সংস্থাটির কোষাধ্যক্ষ। তিনি শ্রীকৃষ্ণমোহন বন্দোপাধ্যায় এর দ্বিতীয় কন্যা এবং শ্রী ননীগোপাল বন্দোপাধ্যায় এর নাতনি। শ্রী সজল মুখার্জির সাথে তার বিবাহ সম্পন্ন হয় ১৯৮৯ সালে। তাদের দুইটি সন্তান এবং দুজনেই বর্তমানে দিল্লি এবং তাইওয়ান শহরের বাসিন্দা।
শ্রীমতী বন্দনার জন্ম হয় ১৯৬৬ সালে। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় হুমানিয়াপোতা গ্রামে এবং তারপর গৌরীশালী গৌরীপুর আনন্দ বিদ্যাপীঠ থেকে দ্বিতীয় স্তরের শিক্ষা সম্পন্ন করে ভর্তি হন গোপালনগর হরিপদ ইনস্টিটিউটের উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য। এরপর গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে স্নাতকতা শেষ করে তিনি কয়েক রকম বৃত্তিমূলক ট্রেনিং নেন তার মধ্যে উল্লেখযোগ্য হল সার্টিফিকেসান ইন শর্ট হ্যান্ড, সিনিয়র টিচার ট্রেনিং, এবং মন্তেশ্বরী টিচার সার্টিফিকেসান কোর্স।
তাদের পরিবারটির প্রত্যেকেই নিজের নিজের জায়গায় সম্পূর্ণ। সর্বোপরি, শ্রীমতি বন্দনা দেবী বিভিন্ন সমাজ সেবামূলক কাজে সর্বদা ব্যস্ত রাখেন নিজেকে, গ্রামবাসীদের মধ্যে। বর্তমানে নিজেকে নিযুক্ত করেছেন দরিদ্র ছাত্রছাত্রীদের নিয়ে একটি পাঠশালায়। সেটি বর্তমানে বন্দোপাধ্যায় ভবনের পরিসরে চালু আছে। অনেক বাচ্চারা তার কাছে আসে ও আনন্দ সহকারে পড়াশোনার খুঁটিনাটি শিখে প্রাথমিক লেখাপড়ায় উৎসাহ দেখায়।
তার রক্তে বংশের ধারা প্রজ্জ্বলিত হতে দেখা যায়। তারই অন্যতম নিদর্শন এই বর্তমান সংস্থাটির যেখানে তার উৎসাহ অবর্ণনীয়।