হরি মোহন প্রশিক্ষণ কেন্দ্রটি একটি দক্ষতা বিকাশের প্রতিষ্ঠান, যা এন জি বিএম সংস্থাটির অন্যতম প্রচেষ্টা। এই স্কিল ডেভেলপমেন্ট বেসরকারি প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হল দরিদ্রদের উন্নতি, প্রতিভাশীল দক্ষতার বিকাশের মাধ্যমে। “কর্মে নিপুণতা” দেখিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করে নিজেকে এই ক্রমাগত উন্নত পরিবেশে টিকিয়ে রাখাটাই এই সংগঠনটির স্বচ্ছ চিন্তাধারা।
অত্যাধুনিক সুযোগ সুযোগ সুবিধা বঞ্চিত গ্রামবাসীরা দক্ষতার বিকাশে এগিয়ে আসুক ও তারা তাদের জীবিকার সুযোগ করে উদ্ভাবনী জীবনে কর্মসংস্থা বৃদ্ধির জন্য কাজ করুক, এই সৎভাবনা নিয়েই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা। যেগুলির তালিকায় – কম্পিউটার, নার্সিং, সেলাই শিক্ষা, দর্জির কাজ, কাঠের মিস্ত্রীর কাজ, রাজমিস্ত্রির কাজ, প্লম্বারিং র কাজ /জল সরবরাহের খুঁটিনাটি কাজ, পোল্ট্রি, কৃষি সংক্রান্ত অভিজ্ঞতা বাড়ানো, মৎস্য চাষ ইত্যাদি উল্লেখযোগ্য ।
দরিদ্র ও দুস্থদের জন্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষামূলক প্রোগ্রামের সচেতনতার জন্য বিভিন্ন পেশাদার প্রশিক্ষক দিয়ে কোর্স করিয়ে আত্মনির্ভরশীল করা বা চাকরি পাওয়ার পথ প্রশস্ত করার দৃঢ় প্রকল্প নিয়ে সম্প্রতি চালু হতে চলেছে এই প্রশিক্ষণ সংস্থাটির কার্যপ্রণালী।
বিভিন্ন কোর্স অফারিং এর মাধ্যমে হুমানিয়াপোতা গ্রামবাসীদের কে আরো সুযোগ্য ও দক্ষ মানুষ করে তুলতে পারলে এগিয়ে যাবে উন্নয়ন ও উন্নতি। খুব শীঘ্রই এইরকম দৃঢ় প্রকল্পের দিকে হাত বাড়িয়ে দিতে চলেছে ” হরি মোহন প্রশিক্ষণ” কেন্দ্রটি যার সূচনায় রয়েছে মেশিন সহ সেলাইয়ের সুবিধা।
উৎসাহী ও দক্ষ ছাত্র-ছাত্রীরা বয়সের মাপকাঠি না মেপে এগিয়ে আসুক ও প্রতিষ্ঠানটির মূল মন্ত্রে মন্ত্রিত হোক।