NGBM Foundation

কিশোরী মোহন হেলথ কেয়ার সেন্টার

কিশোরী মোহন হেলথ কেয়ার সেন্টার

“স্বাস্থ্যই সম্পদ” এই মন্ত্রে বিশ্বাসী সংস্থার প্রতিনিধিরা। তাই এন জি বি এম ফাউন্ডেশনটি  গ্রামের সমাজে সেই সমস্ত স্বাস্থ্য সেবার পরিষেবার দিকে নজর দিতে চায়, যা সচরচর গ্রামাঞ্চলে অনুপস্থিত। গ্রামীণ মহিলা ও শিশুদের স্বাস্থ্যের উপর বিশেষ খেয়াল রাখতে চায়, “কিশোরী মোহন কেয়ার সেন্টার”। বিভিন্ন শিবির পরিচালনা করে স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করা, চিকিৎসা পরামর্শ, ফ্রি চক্ষু পরীক্ষা, রক্তদান শিবির, স্বাস্থ্য সম্বন্ধিত জরুরী নিরক্ষন, কিছু জরুরিসেবা ইত্যাদি, এই সংগঠনটির তালিকাভুক্ত।

চাহিদা বিবেচনা করে কর্মসূচি ঠিক করে, প্রয়োজনে সামগ্রী ও চিকিৎসা সম্বন্ধে কিছু সুবিধা দেওয়ার ব্যবস্থা করতে চায়, এই সংগঠনটি। ভবিষ্যতে আরও স্বাস্থ্য-অভিযান পরিচালনা করে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি বদ্ধ এই সংস্থাটি।

join together for Upliftment

Activity Details

Watch video