NGBM Foundation

প্রি-প্রাইমারি ইংলিশ মিডিয়াম স্কুল

প্রি-প্রাইমারি ইংলিশ মিডিয়াম স্কুল

শ্রীকৃষ্ণ মোহন বন্দোপাধ্যায় এই গ্রামটির এক সময়কার কর্মধার ছিলেন। তিনি ও তাঁর স্ত্রী শ্রীমতি আরতি রানী দেবী, উভয়েরই ইচ্ছে ছিল আধুনিক শিক্ষা ও বর্তমান প্রযুক্তিকে গ্রামের মধ্যে নিয়ে আসা। উন্নতির পথপ্রদর্শক হয়ে তাঁরা সবসময় চাইতেন তাঁদের সন্তানরা গ্রামে প্রগতি ও পরিবর্তন আনুক।

তাঁরই প্রপিতামহের প্রচেষ্টায় একদিন এই গ্রামে প্রথম প্রাইমারি স্কুল স্থাপিত হয় ১৯০৩ সালে। পরে তাঁর প্রচেষ্টায় এই গ্রামে একটা  বিদ্যালয় স্থাপিত হয় ১৯৮৩ সালে ।

আজ তাঁদেরই ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চালু হতে চলেছে প্রথম একটি প্রি প্রাইমারি ইংলিশ মিডিয়াম স্কুল এই গ্রামের মাটিতে, যা বাচ্চাদের জন্য ইংলিশ মাধ্যমের দ্বারা বাইরের জগতের দরজা খুলে দেবে।

এই স্কুলটি শিশুদের একটি উষ্ণ ও যত্নশীল পরিবেশে শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য করবে। এমনই আশা রাখা হচ্ছে।

join together for Upliftment

Activity Details

Watch video

Watch video